কুষ্টিয়ায় দিনেদুপুরে গুলি করে নারী-শিশুসহ তিনজনকে হত্যা
কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় এক দুর্বৃত্তের গুলিতে শিশু, নারীসহ তিনজন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সকাল ১১টার দিকে কাস্টমস মোড় এলাকার একটি মার্কেটের সমানে এ ঘটনা ঘটে। অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার সকাল ১১টার পর তাঁরা গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে মাটিতে পড়ে যায় সে। আর, এক নারী ও এক পুরুষকে কাছ থেকে গুলি করা হয়। এরপর মার্কেটের দোকানদাররা ধাওয়া দিয়ে সশস্ত্র ব্যক্তিকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে তিনজনেরই মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গুলির ঘটনা জানার পর তাঁরা ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, ‘তিনজনকে গুলি করা হয়েছে। যে গুলি করেছিল তাকে আমরা আটক করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’