কুষ্টিয়ায় ৪ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ লাইসেন্স না থাকা, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করায় চার ইটভাটার মালিককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এই অভিযান চালানো হয়।
এ সময় এসব ইটভাটার নিষিদ্ধ ড্রাম চিমনি ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার যদুবয়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিকস ও সাগর ব্রিকস এবং হাঁসদিয়ার এমএসকে-১ ব্রিকস এবং চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা ব্রিজ এলাকার এসএসবি ইটভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ইটভাটা ব্যবস্থাপনা আইনে এই অর্থদণ্ড করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বৈধ লাইসেন্স না থাকায়, জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার করায় সৈনিক, সাগর ও এমএসকে-১ ইটভাটামালিকে ৫০ হাজার করে এবং এসএসবি ইটভাটা মালিককে এক লাখ টাকাসহ সর্বমোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, এসব ইটভাটার নিষিদ্ধ ড্রাম চিমনিগুলো ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে ইটভাটার মালিকদের কাছ থেকে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।