খাগড়াছড়িতে অস্ত্রসহ গুলিবিদ্ধ যুবক আটক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গুলিবিদ্ধ এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার বিকেলে উপজেলার শুকনাছড়ি এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক সুভাষ চাকমা (৩৩) স্থানীয় রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে জানা গেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন দাবি করেন, ‘শুকনাছড়ি এলাকায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপের) কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য জড়ো হয়েছিলেন। এ খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের একটি দল শুকনাছড়ি এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিবর্ষণে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে সুভাষ চাকমাকে আহত অবস্থায় আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শটগান, ২৩টি শটগানের গুলি, ২৪টি ৭.৬২ মিমি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।’