খাগড়াছড়িতে এনটিভির ২০ বছরে পদার্পণ অনুষ্ঠান
নানা আয়োজনে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯ বছর পূর্তি ও ২০ বছরে পদার্পণ অনুষ্ঠান পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা ও শহরে শোভাযাত্রা বের করা হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম।
এনটিভির সমৃদ্ধি ও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সমাজকর্মী ধীমান খীসা, নারীনেত্রী নমিতা চাকমা,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি মুহাম্মদ আবু দাউদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি মিজ চিংমে প্রু মারমা।
স্বাগত বক্তব্যদেন এনটিভির খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ। এ ছাড়া অনুষ্ঠানে বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ, মানসস্মত অনুষ্ঠান আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে এনটিভি। সময়োপযোগী রিয়েলেটি শো আর নানামুখী প্রতিযোগিতার আয়োজন করে নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশের সুযোগ করে দিয়েছে এনটিভি। সময়ের সাথে আগামী পথে স্লোগানে এনটিভি এগিয়ে যাক শত বর্ষে এ কামনা করেন তারা।