খাগড়াছড়িতে ছাত্রীকে ধর্ষণচেষ্টায় শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
খাগড়াছড়িতে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সোহেল রানা নামের এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে সদর থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এদিকে, অভিযুক্ত ওই শিক্ষকের বিচারের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আইনি প্রক্রিয়া শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কমুক্ত করার দাবি জানানো হয়।
অভিযোগে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে ওই ছাত্রীকে অভিযুক্ত শিক্ষক সোহেল রানা অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় ২৮ ফেব্রুয়ারি লিখিত অভিযোগের পর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে গতকাল সোমবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এ ঘটনার তদন্ত শুরু হবে।’