ধর্ষণ মামলায় গ্রেপ্তার শোভন প্রাথমিক সদস্যও নন : বরিশাল মহানগর যুবদল
সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ইমরান আলী শোভন যুবদলের প্রাথমিক সদস্যও নন। গতকাল বুধবার বরিশাল নগরীর রূপাতলী নতুন আবাসিক এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকে যুবদলনেতা বলে মিথ্যা পরিচয় দেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান চপলের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলা থেকে বাঁচতে নিজেকে যুবদলনেতা বলে পরিচয় দেন ইমরান আলী শোভন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেরিয়ে আসে আসল সত্য। এক সময় ২৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থাকলেও যুবদলের কোনো পদ-পদবি নেই তাঁর। এমনকি যুবদলের প্রাথমিক সদস্যও নন তিনি।
গত মঙ্গলবার দিনগত রাতে শোভন ও তাঁর চার বন্ধু এক তরুণীকে রাতভর ধর্ষণ করেন। ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হওয়া মামলায় পুলিশ শোভনকে গ্রেপ্তার করলেও বাকি আসামিরা পলাতক।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রূপাতলীতে তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ইমরান আলী শোভনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।
শোভন মাদকাসক্ত বলেও জানান ওসি।