খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপিডিএফ প্রসীত খিসা গ্রুপের সদস্য বাবু চাকমা ও গ্রামবাসী সুদিব্য চাকমা।
স্থানীয়রা জানায়, সকালে মধ্য বানছড়া গ্রামের দীলিপ কুমার চাকমার বাড়ির উঠানে বসে দাবা খেলছিলেন নিহতরা। এ সময় সশস্ত্র অবস্থায় কয়েকজন এসে তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা বলেন, ‘আমার ভাই সুদিব্য চাকমাপাড়ার একটি বাড়ির সামনে দাবা খেলছিল। সে মাহেন্দ্র গাড়ি চালাত। তিন দিন আগে সে বাড়িতে এসেছে। কোনো রাজনীতি না করেও বিনা অপরাধে তাকে মরতে হলো।’
ইউপিডিএফ প্রসীত খিসা গ্রুপের সংগঠক অংগ্য মারমা জানান, ‘সশস্ত্র দুর্বৃত্তরা একটি বিশেষ মহলের ইন্ধনেই সাংগঠনিক কাজে অবস্থান করা ইউপিডিএফের সদস্যের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে।’
এটি পরিকল্পিত হত্যা উল্লেখ করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান অংগ্য মারমা।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।