খাগড়াছড়িতে ‘যৌন হয়রানি’, ঢাকায় গ্রেপ্তার শিক্ষক
শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) শিক্ষক সোহেল রানাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় সোহেল রানাকে ঢাকা শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ। আজ বৃহস্পতিবার আসামিকে আদালতে নেওয়া হবে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) দশম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক সোহেল রানা তাঁর অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার পর সোহেল রানাকে বদলি করে ঢাকা প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এ ঘটনার প্রতিবাদে ও শিক্ষকের বিচারের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গত মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় মামলা করে ওই ছাত্রীর বাবা।
পাশাপাশি ২৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীর লিখিত অভিযোগের পর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ ও কারিগরি শিক্ষা অধিদপ্তর।