খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, বৃদ্ধ পলাতক
খাগড়াছড়ির মানিকছড়িতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ মামলার আসামি ৫৫ বছর বয়সী আনু মিয়া পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের নামারপাড়া এলাকার বৃদ্ধ আনু মিয়া (৫৫) প্রতিবেশী ৫ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা গতকাল শনিবার (১১ মার্চ) মানিকছড়ি থানায় মামলা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম বলেন, ‘শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী শিশুকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’