খাবারের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খাবারের লোভ দেখিয়ে এক প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে মো. জালাল গাজী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পাতাবুনিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, গত ১২ এপ্রিল শিশুটি জালাল গাজীর দোকানে গেলে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশী মো. রেজাউল গাজী গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় জালাল গাজী পালিয়ে যান। এ ঘটনার পর ধর্ষকের পক্ষ থেকে আইনি সহায়তা না নিতে হুমকি-ধামকি দেওয়া হয়।
পরে ভিকটিম পরিবার গলাচিপা থানায় একটি মামলা করলে আসামি আত্মগোপনে যান। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলার কল্যাণ কলস থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।