খালেদা জিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জানুয়ারি সোমবার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিদিনের মতো আজও নামাজ ও দোয়া-দুরুদ পড়ে মৃত মায়ের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেছেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রয়াত তৈয়বা মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
দিনাজপুর জেলার জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০০৮ সালের ১৮ জানুয়ারি খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার ইন্তেকাল করেন। এ সময় খালেদা জিয়াসহ তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কারাগারে বন্দি ছিলেন। প্যারোলে মুক্তি পেয়ে লাশ দেখেন খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। পরে ২০১৫ সালের ২৪ জানুয়ারি মারা যান আরাফাত রহমান কোকো। তাঁর স্ত্রী-সন্তান বর্তমানে লন্ডনে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।
১৯২১ সালে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন তৈয়বা মজুমদার। মরহুমা তৈয়বা মজুমদারের তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দ্বিতীয় মেয়ে চারদলীয় জোট সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক ২০০৭ সালে ইন্তেকাল করেন। বড় মেয়ে সেলিমা ইসলাম ঢাকায় বসবাস করছেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সাইদ এস্কান্দার ছিলেন সংসদ সদস্য ও ছোট ছেলে শামীম এস্কান্দার একজন ব্যবসায়ী। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর সাঈদ এস্কান্দারও ইন্তেকাল করেন।