খিলগাঁও উড়ালসড়কে মোটরসাইকেলে লরির ধাক্কা, নিহত ২
রাজধানীর খিলগাঁও উড়ালসড়কে লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর লরিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম জানা গেছে। তাঁরা হলেন বিধান বিশ্বাস (৪২) ও এন্তারুজ্জামান (৪৩)।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হাসান মুন্সি জানান, আজ শুক্রবার ভোরে খিলগাঁও উড়ালসড়কে দ্রুতগতির লরি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান দুই আরোহী বিধান বিশ্বাস ও এন্তারুজ্জামান। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।