খুলনার তিন হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু, কমেছে সংক্রমণ ও মৃত্যু
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ নিয়ে আটজন মৃত্যুবরণ করেছে। করোনা চিকিৎসার জন্য অনুমোদিত পাঁচটি হাসপাতালের তিনটিতে এই আটজন মৃত্যুবরণ করে।
অনেক দিন ধরে খুলনা করোনার হট স্পষ্ট থাকার পর জুলাই মাসের শেষ সপ্তাহে করোনা সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। এ মাসের প্রথম দিকে করোনা রোগীর বৃদ্ধির জন্য নতুন হাসপাতালে সেবা শুরু এবং প্রতিটি হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়।
খুলনা মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেড হাসপাতালে শয্যা ২০০টি। সেখানে আজ রোগী রয়েছে ১২৯ জন। বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার বিপরীতে রোগী ৬৮ জন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে রোগী ৫৭ জন। এদিকে খুলনা সদর হাসপাতালে ৮০টি শয্যার বিপরীতে রোগী আছে ৩৯ জন এবং শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার মধ্যে রোগী আছে ৪১ জন। মোট পাঁচটি হাসপাতালে ৫৬৫ শয্যার বিপরীতে বর্তমানে রোগীর সংখ্যা ৩৩৯ জন। অথাৎ এই মুহূর্তে ২৩১টি শয্যা খালি রয়েছে।
এদিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাষ রঞ্জন হালদার জানান গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন মৃত্যুবরণ করেছে। তারা হলেন, খুলনার আফসার উদ্দিন (৬০) ও মরিয়াম (৭০) এবং চুয়াডাঙ্গার গিয়াস উদ্দিন (৯০)। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় তিনজন করোনায় মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ঝিনাইদহের আনসার উদ্দিন (৮০) ও লুৎফর রহমান (৯০) এবং খুলনার শেখ আব্দুস সবুর (৭৫)। শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র জানান, গত ২৪ ঘণ্টায় খুলনার দুজন করোনায় মারা গেছেন। তারা হলেন, দেলোয়ার হোসেন (৭০) ও মনোয়ারা বেগম।
খুলনা সদর হাসপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে খুলনার ছিল ৩২৫টি নমুনা। যার মধ্যে শনাক্ত ১০০ জন। শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। এর আগে এই শনাক্তের হার ৬০-৬৫ শতাংশ ছিল।