খুলনায় চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, আটক ৪
খুলনার খালিশপুরে লিটন (৩৭) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে হৃদয় নামের আরও একজন আহত হয়েছেন। উপজেলার কাশিপুর এলাকায় গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে কাশিপুর এলাকায় চা বিক্রেতা লিটন ও হৃদয় নামের আরও একজনকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনেরা দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে মৃত্যু হয় লিটনের। এ ছাড়া হৃদয় চিকিৎসাধীন।