খুলনা বিভাগে করোনায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ৮৬৬
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৮৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা আগের দিন ছিল এক হাজার ৪৩৫ জন। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু দাঁড়াল দুই হাজার ২৯৪ জন। মোট মৃত্যুর মধ্যে খুলনা জেলায়ই ৫৯৭ জন। এরপর রয়েছে কুষ্টিয়া, ৫৩১ জন।
আজ বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল জব্বার জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৬৬ জনের নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়, যা আগের দিন ছিল এক হাজার ৪৩৫ জন। মৃত্যুর সংখ্যাও আগের দিন ছিল ৪৬। আজ ৩১ জন।
স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নয়, বাগেরহাটে এক, যশোরে ছয়, মাগুরায় তিন, ঝিনাইদহে চার, কুষ্টিয়ায় পাঁচ, চুয়াডাঙ্গাঁ দুই, মেহেরপুরে একজনসহ মোট ৩১ জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯০ হাজার ৫৪৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৯৪ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫ হাজার ৪৬১ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ৫৯৭ জন, তারপর কুষ্টিয়ায় ৫৩১ জন, যশোরে ৩৩০ জন, ঝিনাইদহে ১৮৯ জন ও মেহেরপুরে ১৩২ জন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৮৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯৭ জন এবং সুস্থ হয়েছে ১৬ হাজার ৫০৭ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো পাঁচ হাজার ৮৪৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১২১ জন এবং সুস্থ হয়েছে পাঁচ হাজার ১০৫ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৫১৩ জন এবং মারা গেছে ৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে চার হাজার ২২৮ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ২১০ জন। এ সময় মারা গেছে ৩৩০ জন এবং সুস্থ হয়েছে ১৩ হাজার ৫৮৩ জন।
নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ১৭ জন। মারা গেছে ৮৯ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ১২৬ জন।
মাগুরায় শনাক্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯২২ জন। এ সময় মারা গেছে ৬৫ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৭১৪ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৩৪৩ জনের। মারা গেছে ১৮৯ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৪২০ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০১ জনের। মারা গেছে ৫৩১ জন এবং সুস্থ হয়েছে ১০ হাজার ৭৯ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯০৯ জনের। মারা গেছে ১৫৬ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৮৩০ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৬০০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ১৩২ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৮৮৯ জন।