গরু শিমগাছ খাওয়ায় ঝগড়া, লাঠির আঘাতে শিশু নিহত
ময়মনসিংহের ধোবাউরায় গরু শিমগাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে লাঠির আঘাতে ইশরাক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর আসামি রোজিনা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন মাস বয়সী ইশরাক।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ধোবাবাউড়া উপজেলার সীমান্তখালী গ্রামে বুধবার সকাল সাড়ে ৭টায় মো. রনি মিয়ার গরু দুলালের বাগানের শিমগাছ খেয়ে ফেলে। দুলালের স্ত্রী জোবায়দা প্রতিবেশী মোরশেদের বাড়িতে শিম খাওয়ার বিচার নিয়ে গেলে সেখানে রনি মিয়ার স্ত্রী রোজিনার সঙ্গে জোবায়দার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোজিনা লাঠি দিয়ে জোবায়দার মাথায় আঘাত করে। ওই সময় মোরশেদের স্ত্রী শিল্পী বেগম শিশু ইশরাককে কোলে নিয়ে রোজিনাকে বাধা দিতে যান। কিন্তু, তখন শিশু ইশরাক রোজিনার লাকড়ির আঘাতে গুরুতর আহত হয়। এরপর ইশরাককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শিশু ইশরাক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান বলেন, ইশরাক নিহতের ঘটনায় জোবায়দার স্বামী দুলাল মিয়া রোজিনা ও তার স্বামী রনি মিয়াকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেছেন। পুলিশ রোজিনাকে গ্রেপ্তার করে জবানবন্দি দিতে আজ আদালতে পাঠিয়েছে।’