মালির টিম্বকটুতে গোলার আঘাত, শিশু নিহত
মালিয়ানের প্রাচীন নগরী টিম্বকটুতে গোলার আঘাতে এক শিশু নিহত ও অন্তত চারজন আহত হয়েছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয় একজন কর্মকর্তা ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপির।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘শনিবার বিকাল সাড়ে ৫টায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী টিম্বকটু শহর লক্ষ্য করে গোলা বর্ষণ করে। গোলাটি মালিয়ান সলিডারিটি ব্যাঙ্কের অদূরে বাজারের কাছে গিয়ে পড়ে।’ এতে হতাহতের ঘটে উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ‘চার বেসামরিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্থানীয় একজন নির্বাচিত কর্মকর্তা বলেন, ‘সন্ত্রাসীদের ছোড়া দুটি গোলা টিম্বকটু শহরের কেন্দ্রে আঘাত হানলে ১১ বছর বয়সী একটি মেয়ে শিশু প্রাণ হারায়।’ তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে চার বছরের একটি মেয়ে শিশুও রয়েছে।’
হাসপাতাল সূত্র একটি মেয়ে শিশুর মৃত্যু নিশ্চিত করেছে।