গাইবান্ধার নির্বাচনে ত্রুটি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আবারও ব্যবস্থা নেওয়া হবে : ইসি রাশেদা
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা জানান, গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচন ৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষে ও শান্তিপূর্ণ। তিনি আরও জানান, যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলে অন্যকেও আচরণবিধি মানতে সহযোগিতা করবেন। নির্বাচনে কোনো প্রকার ত্রুটি হলে আবারও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় সংসদের গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মো. কামাল হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাপা প্রার্থী গোলাম শহীদ রন্জু, বিকল্প ধারার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুব রহমান।
পরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা গাইবান্ধা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হয় আসনটি। ১২ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন সবগুলো কেন্দ্রের ভোট বন্ধ ঘোষণা করেন। পরে আবারও তদন্তের পর ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।