গাছের সঙ্গে বাইকের ধাক্কায় দুই আরোহী নিহত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আটঘর গ্রামের শারজান মিয়া (২২) ও চিলাউড়া আমবাড়ি গ্রামের মোরশেদ মিয়া (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জগন্নাথপুর উপজেলা সদর থেকে জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে তাঁরা দুজন রানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। তাঁরা গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা দুজন গুরুতর আহন হন। আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য সোমবার লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’