গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর সদর ও শ্রীপুরের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গাতে আগুনে সুত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার পরপর গাজীপুর সদর, ভালুকা, শ্রীপুর ও কুর্মিটোলা থেকে মোট ৯টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। যেহেতু গোডাউনটিতে কেমিক্যাল ছিল, আগুন নিয়ন্ত্রণে আসতে একটু দেরি হওয়ার সম্ভবনা রয়েছে।