গাজীপুরে নির্মাণাধীন সেতু ধসে নির্মাণশ্রমিক নিহত
গাজীপুরের কালীগঞ্জে অতিবৃষ্টি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে গার্ডার ধসে ঢালাই ও রডসহ নির্মাণাধীন একটি সেতু আজ মঙ্গলবার ধসে খালে পড়েছে। এ সময় সেতুর নিচে চাপাপড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত শ্রমিকের লাশ রাতে উদ্ধার করেছে।
নিহত শ্রমিকের নাম লিয়াকত প্রামানিক (৩০)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার নাগরহা এলাকার ছাত্তার প্রামানিকের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, আহত শ্রমিক ও স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর-বড়নগর বাইপাস সড়কের মোহানী এলাকার সুবাইদা খালের উপর একটি সেতু নির্মাণকাজ চলছিল। আজ বিকেলে টানা বৃষ্টির মধ্যেই ৮ থেকে ১০ জন নির্মাণ শ্রমিক রড বেঁধে ঢালাইয়ের কাজ করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ গার্ডার, সেতুর রড ও ঢালাই ধসে পড়ে। এতে ওই খালের পানিতে নির্মাণসামগ্রীর নিচে চাপা পড়ে লিয়াকত নামের এক শ্রমিক নিখোঁজ হন। এ সময় অন্যরা লাফালাফি করে সেতু থেকে নেমে যান। এ ঘটনায় ফরিদ (৩৫), শ্রীবাস হালদার (৩৩), শামসু (৪০), আলমগীর (২৫) ও নাইম ইসলামসহ (১৮) আরও পাঁচ শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘসময় চেষ্টা চালানোর পর রাত ৯টার দিকে ব্রিজের নিচে চাপাপড়া নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানায়, এলজিইডির তত্ত্বাবধানে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে এ ব্রিজের নির্মাণকাজ ২০২১ সালে শুরু হয়। চলতি বছরের আগস্ট মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।