গাজীপুরে বিপুল জাল নোটসহ আটক ৪
গাজীপুরে ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকার বিপুল জাল নোটসহ একটি চক্রের চারজনকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে জিএমপি গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম খান।
আটককৃতরা হলেন—কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতড়াপাড়া এলাকার মাজহারুল ইসলাম (২৫), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার খোরশেদ আলম, কুড়িগ্রামের রাজারহাট থানার ছামিউল (৩০) ও একই এলাকার ছালেক (২৭)।
ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর থানার সালনা এলাকা থেকে মাজাহারুল ও সবুজ নামের দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি বান্ডিলের মধ্যে ভারতীয় তিন লাখ ৪৪ হাজার জাল রুপি এবং বাংলাদেশি ছয় লাখ ৯২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।’
‘পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া জেলার বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম ও সালেক নামের আরেক সহযোগীকে আটক করা হয়’, যোগ করেন ডিসি ইব্রাহিম খান।