গোপালগঞ্জে ট্রাক কেড়ে নিল ঘুমন্ত বৃদ্ধের প্রাণ
গোপালগঞ্জে ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর আছড়ে পড়ে ঘুমন্ত অবস্থায় শশধর বাড়ৈ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধ ছিকটিবাড়ী গ্রামের মৃত হলধর বাড়ৈয়ের ছেলে।
দুর্ঘটনার পর খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
কোটালীপাড়া থানার এসআই মাসুম লাভলু জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, “কোটালীপাড়া থেকে গাছ ভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে ধান ভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ী থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দুটি রাধাগঞ্জ ইউনিয়নের ছিকটিবাড়ির ওই জায়গায় একে অপরকে সাইড দিতে গেলে ধান ভর্তি ট্রাকটি রাস্তার পার্শ্ববর্তী একটি ঘরের ওপর আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই ঘরে থাকা বৃদ্ধ শশধর বাড়ৈ নিহত হন।”