গোপালগঞ্জে পুকুর থেকে মুদি দোকানির লাশ উদ্ধার
গোপালগঞ্জে গাউজ দাড়িয়া (৪০) নামে এক মুদি দোকানি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খানারপাড় গ্রামের বাদশাহ শেখের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গাউজ কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামের আজিম দাড়িয়ার ছেলে।
নিহতের মা আতেফা বেগম বলেন, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে গাউজ বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বাড়ির দক্ষিণ পাশে তাঁর দোকানে যায় এবং সেখানে প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়ে। সকালে দোকানে গিয়ে দোকান খোলা অবস্থায় দেখতে পাই এবং গাউজের খোঁজখবর নেওয়া হয়। পরে সকাল সাতটার দিকে বাদশাহ শেখের পুকুরের পানির ভেতর লাশটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, ‘এটা একটি হত্যাকাণ্ড। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে বিষয়টি আমরা তদন্ত করছি।’