গোপালগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন। আজ শনিবার রাতে জেলার ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এসময় মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন—বেদগ্রামের মৃত সরোয়ার মোল্যা ছেলে জাকির মোল্যা (৬৫), একই গ্রামের মৃত কাঞ্চু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী (৪৫)। তাঁরা দুজনই পেশায় রাজমিস্ত্রি।
গোপালগঞ্জ সদর থানার এসআই মারিদুল ইসলাম জানান, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং অপর আরোহী শিবু বিশ্বাস (৪৫) মারাত্মক আহত হন।
এসআই মারিদুল ইসলাম আরও জানান, ফায়ার সার্ভিসের একটি দল বাসের নিচ থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সঙ্গে দুটি মরদেহ উদ্ধার করে তারা। মরদেহের সুরতহাল চলছে।