গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৫ মে) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এবং মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন—গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা (৭৫) এবং ফরিদপুর জেলার সালথা উপজেলার চর বাগরাইল গ্রামের মৃত নালা কারিগরের ছেলে আজিজুল কারিগর (৫২)।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খুলনা যাওয়ার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে আসেন। খুলনাগামী বিএমএস পরিবহণের একটি বাসকে দাঁড়ানোর জন্য ইশারা দেন। ওই স্থানে গতি কমালেও বীর মুক্তিযোদ্ধা বাসের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে রাতেই হাইওয়ে থানায় একটি মামলা করেছেন। ঘাতক বাসটি আটক এবং বাসচালক শাহ আলমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আল মামুদ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নছিমন ও অজ্ঞাত বাসের সংঘর্ষে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় নছিমন যাত্রী আজিজুল কারিগর ঘটনাস্থলেই নিহত হন। আজিজুল কারিগর নছিমনে করে ভাঙ্গা যাচ্ছিলেন। আজিজুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’