চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর স্থানীয় লোকজন বাসচালক জাগির হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়খালী এলাকার আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বোয়ালখালী উপজেলার মীরপাড়ার মো. সেলিম, মিরসরাই এলাকার অঞ্জনা আকতার, পটিয়ার মো. জালাল ও বাবুল দে। অপর একজনের পরিচয় মেলেনি। আহত অবস্থায় অজ্ঞাত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
জানা গেছে, পটিয়ামুখী দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ চার যাত্রীর মৃত্যু হয়। হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘নেত্রকোনা থেকে বোয়ালখালীর একটি দরবারে যাত্রী নিয়ে এসেছিল বাসটি। ফেরার পথে অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।’