চট্টগ্রামে হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের খুলশী আমবাগানে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও এলাকায় আধিপত্য নিতে খেলার মাঠে স্থানীয় যুবক মো. হানিফকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে তারা। আজ রোববার সকালে র্যাব ৭-এর চান্দগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম ইউসুফ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাব জানায়, গত ৮ নভেম্বর আমবাগান খেলার মাঠ ও এলাকার আধিপত্য নিতে স্থানীয় যুবক মো. হানিফকে ছুরিকাঘাত করে খুন করা হয়। ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়ে মৃত্যু সঙ্গে লড়ছে নিহত হানিফের ভাই অনিক। এ ঘটনার মূল আসামি সোহেল ভান্ডারী, মো. হাসান, আমির হোসেন ও মো. সোহাগকে একটানা চারদিন অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেন তারা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের কারণে চট্টগ্রামে খুনসহ নানা অপরাধ বাড়ছে বলে জানিয়েছে র্যাব।