চট্টগ্রামে হোটেলে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের জিইসি মোড়ে হোটেল পেনিনসুলার নিচতলায় অগ্নিকাণ্ডে বেশ কিছু মালামাল পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস জানায়, হোটেল পেনিনসুলা ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের নিচতলায় হিমাগারে মূলত আগুনের সূত্রপাত হয়। হিমাগারে বিভিন্ন পণ্য মজুদ রাখা হতো। অগ্নিকাণ্ডে হোটেল পেনিনসুলার খাদ্যগুদাম সম্পূর্ণ পুড়ে যায়। আগুন ও ধোঁয়া দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পরিচালক শামিম আহসান চৌধুরী জানান জানান, সড়ক ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। তা ছাড়া হিমাগারটি বায়ুনিরোধক হওয়ায় ধোঁয়া সৃষ্টি হয়েছে বেশি। আশপাশের বাসা থেকে রিজার্ভের পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে।
শামিম আহসান চৌধুরী বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করা বলতে পারব। তবে, বড় ধরনের ক্ষতি থেকে হোটেল রক্ষা করা গেছে।’
হোটেলটির অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা বলেন, ‘কোল্ড স্টোরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমাদের টিম দ্রুত গ্যাস ইলেকট্রিক সংযোগ বন্ধ করে দেয়। ধোঁয়া সৃষ্টি হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে এনেছে। এসব স্টোরে বিভিন্ন পণ্যের পাশাপাশি খাদ্যপণ্য রাখা হয়।