চাঁদপুরে পিকআপচাপায় কলেজছাত্র নিহত
চাঁদপুর শহরে পিকআপের চাপায় মারা গেছেন কলেজছাত্র সামির ইয়াসিন সুসান (২০)। গতকাল শনিবার রাতে শহরের হাজি মহসিন সড়কের দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের (ডিএনস্কুল) সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুসান চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার সফিকুর রহমান পাটোয়ারী ও শাহিদা কুলসুম শ্যামলীর ছেলে। তিনি তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন।
স্বজনরা জানায়, সন্ধ্যার পর বাসা থেকে সুসান মোটরসাইকেল নিয়ে শহরে বের হন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়।
ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত সুসানকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে আহত সুসান মারা যান।
এদিকে, কলেজ ছাত্র সুসানের মৃত্যুতে পরিবার ও সতীর্থদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আজ রোববার বাদ আসর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদে সুসানের জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
দুর্ঘটনা সম্পর্কে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘পিকআপের চালক পালিয়ে গেলেও তাঁকে আটকের চেষ্টা চলছে। তবে এই ঘটনায় নিহত
সুসানের পরিবারের সদস্যরা থানায় কোনো অভিযোগ দেননি।’