চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাকে জবাই করে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বাবুপাড়ায় জবনা পাল নামে ৬০ বছরের এক বৃদ্ধাকে জবাই হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দিবাগত রাতে জবনা পালের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, বাবুপাড়ার মৃত সুকুমার পালের স্ত্রী জবনা পাল ছোট ছেলের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন। অন্যান্য দিনের মতো তিনি রাতে নিজঘরে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় কে বা কারা তাঁকে তাঁর খাটের উপর জবাই করে হত্যা করে।
স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জবনা পালের ঘরের দরজা খোলা ছিল। কে বা কারা, কী কারণে হত্যা করেছে—তা এখনও জানা যায়নি বলে জানান ওসি।
এদিকে, বৃদ্ধার মৃত্যুতে বাবুপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জবনা পালের ভাই জনপাল গণমাধ্যমকে জানান, তাঁর বোন কাঁথা সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন।