চিকিৎসার কথা বলে ডেকে নিয়ে ফেরত দিল লাশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে নূর মোহাম্মদ টিপু (৩২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপমারা ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নূর মোহাম্মদ পেশায় একজন পল্লী চিকিৎসক। মাটিরাঙ্গার ১০ নম্বর এলাকায় ফার্মেসি দিয়ে তিনি চিকিৎসা সেবা দিতেন। অপহরণের পর তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবারের সদস্যরা।
নিহত নূর মোহাম্মদের স্ত্রী জোহরা আক্তার জানান, শুক্রবার সকালে অজ্ঞাতনামা পাহাড়ি তিন যুবক এক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলে নূর মোহাম্মদকে বাড়ি থেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর থেকে মুঠোফোনে তাঁকে পাওয়া যাচ্ছিল না।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শাহনূর জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ১০ নম্বর এলাকার সাপমারা ব্রিজের নিচ থেকে নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।