চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তীব্র শ্বাসকষ্টে মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আফেল আলী (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার ঢাকায় নেওয়ার পথে দুপুর ১টার দিকে মৃত্যু হয় তাঁর।
আফেল আলী উপজেলার সাহারবাটি বাজারপাড়া এলাকার আবদুল মতিনের ছেলে। তিনি পেশায় ফল ও সবজি ব্যবসায়ী ছিলেন।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, করোনার উপসর্গ নিয়ে আফেল আলী প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানোর জন্য বলা হয়।
আফেল আলীর ছোট ভাই কফেল আলী জানান, তাঁর ভাইয়ের সর্দি, জ্বর ও শ্বাসকষ্টসহ হার্টের সমস্যা ছিল। আজ সকালে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। ঢাকায় নেওয়ার পথে গাংনী উপজেলার গাড়াডোব বাজার এলাকা পার হওয়ার সময় তাঁর আরো বেশি শ্বাসকষ্ট শুরু হয়। পরে গাংনী ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট থাকায় আফেল আলীর নমুনা সংগ্রহ করা হয়েছে। দাফন-কাফনের বিষয়টি উপজেলা প্রশাসন ব্যবস্থা করবে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ জানান, ইসলামী ফাউন্ডেশনের সদস্যদের দাফন-কাফনের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহের ফলাফল পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।