চিতলমারীর সব ইউপিতে আওয়ামী লীগ জয়ী
বাগেরহাটের চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। গতকাল সোমবার দিনভর ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন ১ নম্বর বড়বাড়িয়া ইউপিতে মো. মাসুদ সরদার, ২ নম্বর কলাতলা ইউপিতে মো. বাদশা মিয়া, ৩ নম্বর হিজলা ইউপিতে কাজী আবু সাহিন, ৪ নম্বর শিবপুর ইউপিতে মো. অলিউজ্জামান, ৫ নম্বর চিতলমারী সদর ইউপিতে পরিষদে মো. নিজাম উদ্দিন শেখ, ৬ নম্বর চরবানিয়ারী ইউপিতে অর্চনা দেবী বড়াল (ঝর্ণা) ও ৭ নম্বর সন্তোষপুর ইউপিতে বিউটি আক্তার।