চিনি মজুদের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অবৈধভাবে চিনি মজুদ রাখার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মজুদদারির সঙ্গে জড়িত এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় দুই হাজার ২৫০ কেজি চিনি উদ্ধার করে জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা ওই ব্যক্তির নাম মো. লুৎফর রহমান। তাঁর বাড়ি উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকায়।
অপর দুই আসামি হলেন একই এলাকার হারুন মিয়া ও রায়হান মিয়া।
পুলিশ, এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র রমজান মাসে অধিক লাভে বিক্রির জন্য কয়েকজন অসাধু ব্যবসায়ী উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া এলাকায় চিনি মজুদ করে রাখেন। স্থানীয় লোকজনের কাছে এমন অভিযোগ পেয়ে গতকাল রাতে ১০টার দিকে পুলিশ পালপাড়া এলাকার রায়হান মিয়ার বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে ৪৫ বস্তায় (প্রতি বস্তায় ৫০ কেজি) দুই হাজার ২৫০ কেজি চিনি মজুদ পাওয়া যায়। এ সময় অবৈধভাবে এসব চিনি মজুদ করার অভিযোগে লুৎফর রহমানকে আটক করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, কালোবাজারির উদ্দেশে চিনিগুলো অবৈধভাবে মজুদ করা হয়। এ ঘটনায় পুলিশের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।