চুরির পর বরখাস্ত-মামলা, সিডিএর ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) মজেন্দ্র নাথ দেবশর্মার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাড়ির পাশের কাঁঠাল গাছ থেকে মজেন্দ্র নাথের লাশ উদ্ধার করা হয়।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময়ে মজেন্দ্র আত্মহত্যা করেছেন তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মজেন্দ্র নাথ দেবশর্মা সেতাবগঞ্জ চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ)। তিনি চিনিকলের আওতাধীন বনগাঁ খামারে ইনচার্জের দায়িত্বে ছিলেন। কিছুদিন আগে তাঁর কর্মস্থল থেকে প্রায় দুই হাজার ট্রলি বালুমাটি চুরি হয়। এই ঘটনায় তাঁকেসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়। চুরির ঘটনায় বনগাঁ খামারের ইনচার্জ, সিডিএ ও ওয়াচম্যান এবং বহিরাগত দুইজনসহ মোট ছয়জনকে আসামি করে গত ২৮ জুলাই মামলা করেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
এই ঘটনায় মজেন্দ্র মানসিকভাবে ভেঙে পড়েন এবং লোকচক্ষুর আড়ালে আত্মহত্যা করেন বলে মনে করছেন তাঁর ভাতিজা গোবিন্দ চন্দ্র দেবশর্মা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সেতাবগঞ্জ চিনিকলের আওতাধীন বনগাঁ খামারের ডি ব্লকের উত্তর পাশের জমিতে দীর্ঘদিন ধরে একটি বালু চোরাকারবারি মহল আনুমানিক দুই হাজার ট্রলি বালুমাটি উত্তোলন করে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক দাম ২৪ লাখ টাকা।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন দেবনাথ জানান, মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন এবং এজাহারে উল্লেখিত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বোচাগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মজেন্দ্রর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।