ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বাবা সাইদুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারাই চেয়ারম্যানপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নবগ্রামের এমামুল হকের ছেলে। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক।
স্থানীয়রা ও নিহত সাইফুলের মা সাহিনুর বেগম বলেন, ‘ঘটনার কিছুক্ষণ আগে ভাত খেয়ে সাইদুল ইসলাম বাড়ি থেকে বের হয়। তাঁর ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মুহিন বাবুকে স্কুল থেকে আনতে যায়। এ সময় দিনাজপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।’