ছেলের মৃত্যুর ১২ ঘণ্টা পর মায়ের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় করোনা থেকে মুক্ত হয়ে ছেলের মৃত্যুর ১২ ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে ছেলে সোহেল বক্স সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান সোহেলের মা দোলবাহার বেগম।
মৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের সোহেল বক্স (৩২) ও তাঁর মা দোলবাহার বেগম (৬২)।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই পরিবারে আরও তিনজন করোনায় আক্রান্ত রয়েছেন। গত রমজান মাসের শেষের দিকে জ্বর-সর্দি, ডায়রিয়াসহ নানা উপসর্গ থাকা সত্ত্বেও সোহেল বক্স প্রথমে অবহেলায় চিকিৎসা নেননি। চলিত মে মাসের মাঝামাঝি তাঁর শ্বাসকষ্ট শুরু হলে ভর্তি করা হয় মৌলভীবাজারের একটি হাসপাতালে। গত ১৬ মে করোনা টেস্টে তাঁর পজিটিভ রিপোর্ট আসে। তবে এরই মধ্যে তাঁর ফুসফুসের ৮০ থেকে ৮৫ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিলেটের উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসার পর কোভিড টেস্টে তাঁর নেগেটিভ আসে। এরপর তাঁর বাবা, মা, ভাই ও ভাবির পরীক্ষা করালে পজিটিভ রিপোর্ট আসে। সর্বশেষ গত শনিবার তাঁর বাবা, মা, ভাই ও ভাবির করোনা নেগেটিভ রিপোর্ট আসায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে বাড়িতে চলে আসেন।
এদিকে, সোহেলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে সিলেটের উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, রাত সাড়ে ৮টার দিকে ছেলে সোহেল বক্সের মৃত্যুর খবর শুনে মা দোলবাহার বেগমও মারা যান।
এ বিষয়ে রাজনগর উপজেলা পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কর্মকর্তা ডা. বর্ণালী দাশ জানান, করোনা আক্রান্ত একই পরিবারের দুজন সুস্থ হয়ে মৃত্যুর বিষয়ে তারা হাসপাতালে জরুরি সভা করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তারা রাজনগরের বিভিন্ন স্থানে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং ও প্রচারণা চালান।