জামালপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত
জামালপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক তারা মিয়া (৫০) নিহত হয়েছেব। গুরুতর আহত হয়েছেন তিন যাত্রী। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল সড়কের তিতপল্ল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান জানান, জামালপুরগামী প্রাইভেটকারের সঙ্গে সরিষাবাড়ীগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ওই সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক তারা মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজি যাত্রীরা হলেন- জামালপুর শহরের বাইপাস এলাকার রেনু (৪৫), মেলান্দহ উপজেলার কুলামালঞ্চ গ্রামের সোলায়মান (৩৫) ও হুমায়রা (১০)। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সিএনজিচালক তারা মিয়ার বাড়ি সরিষাবাড়ী উপজেলার আরামনগর গ্রামে।