জ্বর-কাশিতে পোশাককর্মীর মৃত্যু, দাফনকারীরা হোম কোয়ারেন্টিনে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জহিরুল (২২) নামের এক পোশাককর্মী সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর লাশ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। এদিকে তাঁর দাফনকাজে অংশ নেওয়া সংশ্লিষ্ট সবাইকে গতকাল বৃহস্পতিবার রাত থেকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে জেলা প্রশাসন।
মৃত জহিরুলের পরিবার ও স্থানীয়রা জানান, জহিরুল দীর্ঘদিন ধরে ঢাকার গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন। গত বুধবার সন্ধ্যায় সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ গতকাল সন্ধ্যায় গাজীপুর থেকে নিজ বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহতাবপুর গ্রামে নিয়ে আসা হয়। এর পরপরই তাঁর মরদেহ দাফন করেন স্বজনরা।
খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ওই এলাকায় গিয়ে জহিরুলের বাবা-মা, যাঁরা গাজীপুর থেকে মরদেহ বাড়ি নিয়ে এসেছেন এবং দাফনকাজে অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, মারা যাওয়া ব্যক্তির বিষয়ে ঢাকায় যোগাযোগ করে তাঁদের নির্দেশনা অনুযায়ী মরদেহের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আগামী দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।