জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সুনামগঞ্জে যুবকের মৃত্যু, গ্রাম লকডাউন
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে।গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে যুবকের মৃত্যু হলে নিহতের পরিবারসহ আশেপশের আরো ১০ থেকে ১২টি বাড়ি লকডাউন করা হয়েছে।
দোয়ারাবাজার স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, ১০ থেকে ১২ দিন আগে ওই যুবক নরসিংদী থেকে ইটভাটার কাজ শেষ করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বখতারপুর গ্রামে আসেন। তখন থেকেই ওই যুবক হালকা জ্বর, সর্দিতে ভুগছিলেন। কিছু ওষুধ খাওয়ার পর কয়েকদিন আগে জ্বর কমে যায়। পরে মঙ্গলবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ খাওয়ানো হয়। অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ওই যুবকের মৃত্যু হয়।
মৃত্যুর পর পর ওই যুবকের পরিবারসহ আশেপাশের আরো ১০ থেকে ১২টি পরিবার লকডাউন করা হয়েছে। মৃত যুবকের নমুনা সংগ্রহ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনি সুলতানা জানান, বখতারপুরের যুবক নরসিংদীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি কদিন আগে এলাকায় আসেন জ্বর-সর্দি নিয়ে। মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে অসুস্থতার কথা বলে যোগাযোগ করা হলে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগকে বলি। রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান সাহেব ফোন করে বলেন ওই যুবক মারা গেছেন। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আমরা নিহতের পরিবারসহ আরো ১০ থেকে ১২টি পরিবার লকডাউন করে দিয়েছি। নিহতের লাশ স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী দাফন সম্পন্ন করা হবে।