ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
ঝালকাঠিতে রফিকুল ইসলাম নামে (৫২) একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ রোববার সকালে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় রফিকুলের কাছ থেকে এক হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয় বলে দাবি ডিএনসি’র।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের জানান, রফিকুল ইসলাম খলিফা দীর্ঘদিন ধরে ঝালকাঠির বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালান। এ সময় রফিকুল ইসলাম খলিফাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে এক হাজার ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম খলিফার বাড়ি কাঠপট্টি এলাকায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রব বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেছেন।