ঝালকাঠিতে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সুজন ঘরামি (৩০) নামে এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে উপজেলার তারাবুনিয়া এলাকায় তাকে পিটিয়ে আহত করা হয়। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মৃত সুজন তারাবুনিয়া এলাকার মালেক ঘরামির ছেলে। তিনি কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও নিহত সুজনের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী জাকির মৃধা, আলমগীর মৃধা ও শাহ আলম মৃধার সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল সুজন ঘরামির পরিবারের। এরই জেরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সুজনের বাবা মালেক ঘরামি ও ভাই শাহিন ঘরামিকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। বাবা ও ভাইকে মারধরের খবর পেয়ে স্কুল থেকে সুজন ঘরামি ঘটনাস্থলে যাওয়ার পথে পিটিয়ে আহত করে তারা।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, আহত সুজন ঘরামি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। তাঁর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে।