ঝালকাঠিতে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
ঝালকাঠিতে পাঁচ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ এপ্রিল) রাতে সদর উপজেলার শ্রীমন্তকাঠি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পুলিশ তদন্তকেন্দ্রের বিশেষ অভিযানে শ্রীমন্তকাঠি গ্রামের সিএন্ডবি বাজার এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শাহপুরা এলাকার কিবরিয়া খান এবং ঝালকাঠি সদরের শেখেরহাট ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শাহিন হাওলাদার।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ (সোমবার) থানায় মামলা করা করা হয়েছে।