ঝোপে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বেতের ঝোপে নিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শুক্রবার ভোরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নড়িয়া উপজেলার শুভ ফকির (২৫) ও আরিফ কাজী (২৪)।
গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে জানা যায়, ভিকটিম নারী ২০২০ সালের ২৪ অক্টোবর রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামের রাশেদ মালতের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলা তুলে নিতে ও মীমাংসার জন্য বর্তমান মামলার প্রধান আসামি বিল্লাল কাজী (৩৫) প্রায়ই ওই নারীকে ফোন করতেন। গতকাল বৃহস্পতিবার ওই নারীকে বিল্লাল ফোন করে ডেকে নিয়ে যান। বিকেল ৫টার দিকে ওই নারী রাশেদ মালতের বাড়ি গিয়ে অপেক্ষা করতে থাকেন। চেয়ারম্যান এলাকায় না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত আরো দুই তিনজন ওই নারীকে বাড়ির পাশের বেতের ঝোপে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।