টাঙ্গাইলে পালিত হচ্ছে মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি।
আজ রোববার সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর জেলা আওয়ামী লীগ, মওলানা ভাসানীর পরিবার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর সমাধি প্রাঙ্গণে ভক্ত, অনুরাগী ও সাধারণ মানুষের ঢল নামে।
দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দেয়াল পত্রিকা প্রকাশ, ওরস, স্মরণসভা, গণভোজ, মেলাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।