টিকা নিয়ে ভালো আছি, সুস্থ আছি : হুইপ ইকবালুর রহিম
দিনাজপুরে প্রথম টিকা নিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি টিকা নিয়ে দিনাজপুরে কোভিড-১৯-এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, ‘এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি ভালো আছি, সুস্থ আছি।’
আজ রোববার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯-এর টিকাদান কর্মসূচির উদ্বোধনের আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন তিনি। এ সময় ইকবালুর রহিম বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে এখনও কোভিড-১৯-এর টিকা পৌঁছায়নি। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এই টিকা এখন জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এসব সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও উদ্যোগের কারণেই। কিন্তু কিছু অসাধু মানুষ এই টিকার সমালোচনা করে সরকারের অপবাদ দেওয়ার চেষ্টা করছে।
হুইপ ইকবালুর রহিম বলেন, প্রণোদনা থেকে সাহায্য-সহযোগিতা দিয়েও করোনাকালীন অসহায় মানুষসহ ব্যবসায়ী সব মহলকে সহযোগিতা দেওয়া হয়েছে। ফলে কোভিড-১৯-এর কারণে দেশে অর্থনৈতিক অবস্থা এখনও অন্য দেশের তুলনায় ভালো রয়েছে।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাসিরুল হক রুস্তম কোভিড-১৯-এর টিকা নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘টিকা নেওয়ার পর কোনো সমস্যা হয়নি। যারা অপবাদ ছড়াচ্ছে, তাদের মুখে আজকে ছাই পড়েছে।’
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আরো বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাদির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহ মোজাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।
হুইপের পরে একে একে নিবন্ধিত চিকিৎসক, নার্সসহ অনেকেই টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের জন্য নিবন্ধিত সাধারণ মানুষকেও অপেক্ষা করতে দেখা গেছে।
এদিকে ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালে একইভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে শত শত মানুষ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে কোভিড-১৯-এর টিকা নেওয়ার জন্য অপেক্ষমান ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা টিকা নিয়ে বলেন, এই টিকা এখন প্রত্যেকটি মানুষের নেওয়া উচিত। এই টিকার প্রভাবে বাংলাদেশে মহামারি প্রতিরোধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।