ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, আজ বিকেলে সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকসহ দুজন নিহত হন। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন। নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।