ট্রাক কেড়ে নিল ৪ সন্তানের বাবার প্রাণ
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কের কাজ করার সময়ে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। নিহতের নাম নুরুল আমিন (৪০)। আজ সোমবার (১৫ মে) ভোরের দিকে রাস্তায় কাজ করার সময় নিহত হন তিনি। তিনি চার সন্তানের বাবা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’
বাচ্চু মিয়া আরও বলেন, ‘প্রথমে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নুরুল আমিনকে ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ আহত শ্রমিক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
ময়মনসিংহ সদর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল আমিন। তার স্ত্রী ঝর্ণা, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি থাকেন। নুরুল আমিন কাজের জন্য খিলক্ষেত এলাকায় থাকতেন।