ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। উপজেলার খোশবাজার নামক স্থানে গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার সাজ্জাদ হোসেন ও একই উপজেলার সরকারপাড়া এলাকার মো. শাকিল। তাঁরা দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, শনিবার রাতে সদর উপজেলার খোশবাজার নামক স্থানে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় আহত হন ট্রাক চালকের সহকারী। তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।